সোমবার, ৬ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া পৌর নির্বাচনে স্বামী-স্ত্রী প্রার্থী হওয়ায় সমোলচনার ঝড়
কলারোয়া পৌর নির্বাচনে স্বামী-স্ত্রী প্রার্থী হওয়ায় সমোলচনার ঝড়

কলারোয়া পৌর নির্বাচনে স্বামী-স্ত্রী প্রার্থী হওয়ায় সমোলচনার ঝড়

স্টাফ রিপোর্টারঃ

কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বামী-স্ত্রী প্রার্থী হওয়ায় ভোটরাদের মধ্যে নানান গুঞ্জন সৃষ্টি হয়েছে। আগামী ৩০ জানুয়ারী কলারোয়া পৌরসভায় অনুষ্ঠিতব্য ভোটে মেয়র প্রার্থী হিসাবে সাবেক পৌর মেয়র ও উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আখতারুল ইসলাম ও তার সহধর্মিনী নাসরিন সুলতনা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করে উপজেলা নির্বাচন অফিসে জমা দেন। ইতোমধ্যে যাচাই বাছাই শেষে উভয় প্রার্থীর মনোনয়ন পত্র বৈধতা লাভ করে। স্বামী-স্ত্রীর মনোনয়ন বৈধতা লাভ করার পর পৌরসভার কৌতুহলী ভোটারদের মধ্যে নানান গুঞ্জন জন্ম নিয়েছে। যদিও আগামী ১০ জানুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়। পৌর সভার বিভিন্ন এলাকার চায়ের দোকান,রেস্টুরেন্ট,কফি সপে উপস্থিত উৎসুক ভোটারদের মধ্যে একটাই আলোচ্য বিষয় স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতার মাধ্যমে প্রার্থী হিসাবে মেয়র পদে একজন প্রতিদ্বন্দীতা করবেন নাকি উভয় প্রার্থী একই পদে প্রতিদ্বন্দীতা করবেন। তবে কৌতুহলী ভোটাররা আগামী ১০ জানুয়ারী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষায় থাকবেন বলে জানান। এ ব্যাপারে মেয়র পদপ্রার্থী আক্তারুল ইসলামের সেল ফোনে জানতে চাইলে তিনি বলেন প্রয়োজনে উভয়ই মেয়র প্রার্থী হিসাবে আসন্ন নির্বাচনে অংশগ্রহন করবো। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।