সোমবার, ৬ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
শরীফা’রা আমাদের সন্তান, এদের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে – আমিনুল ইসলাম লাল্টু
শরীফা’রা আমাদের সন্তান, এদের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে – আমিনুল ইসলাম লাল্টু

শরীফা’রা আমাদের সন্তান, এদের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে – আমিনুল ইসলাম লাল্টু

শফিকুর রহমান, কলারোয়া:

প্রতিবন্ধীরা আমাদের সন্তান ওদের দেখাশোনার দায়িত্ব আমাদেরই নিতে হবে। সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে কলারোয়ার হরিনা গ্রামের দিনমজুর আশরাফুল ইসলামের কন্যা ও বিরল শিং আকৃতির টিউমারে আক্রান্ত শরীফার সার্বিক খোঁজ নেওয়ার সময় এমন মানবিক দৃষ্টান্ত স্থাপনকারী মন্তব্য করেন, কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম লাল্টু।
বুধবার ( ৬ জানুয়ারি) সকালে আকস্মিক ঐ সাক্ষাতের সময় তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী শিশুদের সার্বিক জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যে দেশের একশত উপজেলাকে শতভাগ সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ করেছেন।যার সূত্রে কলারোয়ায় যারা শরীফার মতো বিশেষ শিশু তাদেরকেও সরকারি সহায়তা নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে । শরীফা আমাদের কলারোয়ার সন্তান । ওর মতো প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়, আমাদের সম্পদ। তাই ওদের দেখভালের দায়িত্ব আমরাই নেবো। আমাদের শরীফা ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে শরীফাকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
ঠিক তেমনই ভাবে শরীফার চিকিৎসায় কলারোয়া উপজেলা পরিষদ সার্বক্ষণিক তার পাশে থাকবে বলে তিনি আশ্বাস বাণী প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন, সম্মিলিত সাংবাদিক পরিষদ ( এসএসপি) র সাতক্ষীরা জেলা সমন্বয়কারী ও দৈনিক কাফেলা ও দৈনিক আজকালের খবরের সাংবাদিক শফিকুর রহমান সহ জেলা প্রশাসন ও কলারোয়া উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।