সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছা পৌরসভায় দুই মেয়র প্রার্থী সহ ৪৪ কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
পাইকগাছা পৌরসভায় দুই মেয়র প্রার্থী সহ ৪৪ কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

পাইকগাছা পৌরসভায় দুই মেয়র প্রার্থী সহ ৪৪ কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

সরদার ইউনুছ আলী,পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা পৌরসভা নির্বাচনে প্রতিদন্ধী ৪৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, রির্টানিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম. মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামালউদ্দীন আহম্মেদ। অনুষ্ঠানে দুই মেয়র প্রার্থী সহ ৪৪ কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। দুই মেয়র প্রার্থীর মধ্যে বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীরে (নৌকা), এ্যাডঃ প্রশান্ত কুমার মন্ডল (কাস্তে)। সংরক্ষিত-১ আসনে ফাতেমা খাতুন (অটো রিক্সা), রাফেজা খানম (চশমা), রোখসানা পারভীন (আনারস) ও সরবানু বেগম (টেলিফোন), সংরক্ষিত-২ আসনে আয়েশা নিগার নূর (অটোরিক্সা), কবিতা রানী দাশ (বলপেন), জাহানারা খাতুন (জবা ফুল), বাসন্তী মন্ডল (আনারস), শারমিন সুলতানা (চশমা), সংরক্ষিত -৩ আসনে আসমা আহম্মেদ (আনারস) , শাহিদা আক্তার (টেলিফোন)অর্চনা রায়(জবাফুল), সাধারণ ২নং ওয়ার্ডে অহেদ আলী গাজী (টেবিল ল্যাম্প), নজরুল ইসলাম (উটপাখি), রফিকুল ইসলাম (পাঞ্জাবী), হাতেম সরদার (পানির বোতল), ৩নং ওয়ার্ডে গাজী আব্দুস সালাম (উটপাখি), মোঃ গফফার মোড়ল (পানির বোতল), আব্দুল মান্নান (টেবিল ল্যাম্প), ৪নং ওয়ার্ডে এসএম তৈয়েবুর রহমান (পাঞ্জাবী), চন্দ্র শেখর মন্ডল (স্ক্রু ড্রাইভার), বাবুরাম মন্ডল (উটপাখি), সাইফুল ইসলাম (ডালিম), ৫নং ওয়ার্ডে রবি শংকর মন্ডল (টেবিল ল্যাম্প), জিয়াউদ্দীন নায়েব (পানির বোতল), শেখ রুহুল কুদ্দুস (পাঞ্জাবী), রফিকুল ইসলাম (উটপাখি), ৬নং ওয়ার্ডে কামাল আহমেদ সেলিম নেওয়াজ (পাঞ্জাবী), শফিকুল ইসলাম (উটপাখি), এসএম সেলিম রেজা (টেবিল ল্যাম্প), ৭নং ওয়ার্ডে শেখ মাহবুবুর রহমান রনজু (ব্রীজ), সৈয়দ তৌফিক-ই-ইলাহী (ব্লাক বোর্ড), আলমগীর হোসেন (পানির বোতল), কামরুল ইসলাম মিস্ত্রী (পাঞ্জাবী), খালিদ হোসেন (ডালিম), রাজু শেখ (উটপাখি), শেখ জামাল হোসেন (টেবিল ল্যাম্প), ৮নং ওয়ার্ডে কাজী নেয়ামুল হুদা কামাল (উটপাখি), পরেশ চন্দ্র সরকার (পানির বোতল), প্রসুন কুমার সানা (পাঞ্জাবী), ইমরান সরদার (টেবিল ল্যাম্প) ও ৯নং ওয়ার্ডে ইমদাদুল হক (উটপাখি), আনার আলী দফাদার (ব্রিজ) ও রঞ্জন কুমার মন্ডল (পানির বোতল)।

উল্লেখ্য গাজী আলাউদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ০১নং ওয়ার্ডে ঘোষণার অপেক্ষায় রয়েছেন।কারণ উক্ত ওয়ার্ডে দুই জন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও প্রার্থী বজলুর রহমানের প্রার্থীতা বাতিল হয়। পরবর্তীতে তিনি আপিল আবেদন না করায় পুনরায় ০১নং ওয়ার্ডে মোঃ আলাউদ্দীন গাজী কাউন্সিলর নির্বাচিত হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।