শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ট্রাম্পকে হুমকি দেয়ায় খামেনির নামে অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার
ট্রাম্পকে হুমকি দেয়ায় খামেনির নামে অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

ট্রাম্পকে হুমকি দেয়ায় খামেনির নামে অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

নতুন সূর্য ডেস্কঃ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দেয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনির নামে একটি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার।

টুইটারের এক মুখপাত্রের দাবি, এই অ্যাকাউন্ট থেকে নিয়মবিরুদ্ধ কাজ করা হয়েছে। তাই ‘@খামেনেই_সাইট’ নামে ওই অ্যাকাউন্টটি বন্ধ করা হয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।

টুইটার আরও জানিয়েছে, খামেনির যে অফিশিয়াল অ্যাকাউন্ট রয়েছে সেটি হল @খামেনেই_ফা। যা এখনও সচল রয়েছে। যদিও গোটা বিষয়টি নিয়ে খামেনির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়ায়া যায়নি।

খামেনির ওই অ্যাকাউন্টে শুক্রবার পোস্ট করা একটি ছবি এবং সেই সঙ্গে হুমকির বার্তা ঘিরেই শুরু হয় বিতর্ক। ওই অ্যাকাউন্টে এক গল্ফারের ছবি পোস্ট করা হয়েছে।

যাকে দেখতে অনেকটা আমেরিকার সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই। তাকে একটি ড্রোন থেকে হামলা করার ছবি ওই অ্যাকাউন্টে পোস্ট করার এক ঘণ্টা পরই শুক্রবার খামেনির নামে করা অ্যাকাউন্টটি বন্ধ করে দেয় টুইটার।

আমেরিকার ড্রোন হামলায় নিহত ইরানের সেনা কম্যান্ডার জেনারেল কাসেম সোলেইমানির বদলা নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল অ্যাকাউন্টটি থেকে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।