মঙ্গলবার, ৭ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় আশার আলো’র ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত
কলারোয়ায় আশার আলো’র ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

কলারোয়ায় আশার আলো’র ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

শফিকুর রহমান, কলারোয়া:

কলারোয়ায় সমাজসেবী ও মানবিক সংগঠন আশার আলো’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) সকাল থেকে সারাদিন ব্যপি উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের মাস্টার ইউনুস আলী মার্কেট চত্ত্বরে এই ফ্রি ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা ও রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে ব্যবস্থাপত্র প্রদান এবং দুঃস্থদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা বঞ্চিত জনসাধারণের সেবার্থে অনুষ্ঠিত ঐ মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত থেকে দিন ব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন, চর্মরোগ, ডায়াবেটিস ও শিশু রোগে অভিজ্ঞ ডা. আহসান হাবিব ও মুখ ও দন্ত চিকিৎসক গ্রাজুয়েট ডেন্টিস্ট রায়হান- উজ্- জামান।
এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালিয়া ইউনাইটেড কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও আশার আলো’র উপদেষ্টা আনিছুর রহমান, পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ ও উপদেষ্টা ফাইজুর রহমান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গোলাম রহমান, গোয়ালচাতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান বাবলু, আশার আলো’র সভাপতি শাহিনুজ্জামান, সহ সভাপতি আলমগীর হোসেন মণ্টু,সহ সভাপতি আবু সাঈদ সরদার, সাধারণ সম্পাদক সুজন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও এ কে এন্টারপ্রাইজের কর্ণধার আশিকুর রহমান আশিক, সাংগঠনিক সম্পাদক ডেন্টিস্ট রায়হান- উজ- জামান, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, অর্থ সম্পাদক তানভীর মাসুদ, প্রচার সম্পাদক মাসুদ পারভেজ, ধর্ম সম্পাদক শামীম হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
শতভাগ শারীরিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করে ঐ ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে ইউনিয়নের প্রায় ৩ শতাধিক পীড়িত জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।