শনিবার, ৪ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় নৌকা প্রতীক বিজয়ের লক্ষ্যে স্বেচ্ছাসেবকলীগে কর্মীসভা অনুষ্ঠিত
কলারোয়ায় নৌকা প্রতীক বিজয়ের লক্ষ্যে স্বেচ্ছাসেবকলীগে কর্মীসভা অনুষ্ঠিত

কলারোয়ায় নৌকা প্রতীক বিজয়ের লক্ষ্যে স্বেচ্ছাসেবকলীগে কর্মীসভা অনুষ্ঠিত

নতুন সূর্য ডেস্কঃ

কলারোয়া পৌরসভা নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল এর নৌকা প্রতীকের বিজয়ের লক্ষে কলারােয়া উপজেলা স্বেচাছাসেবলীগের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮জানুয়ারি) কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে উপজেলা স্বেচাছাসেবলীগের আয়োজনে ওই কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ আরাফাত হোসেন, সদস্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ ও জেলা পরিষদ সদস্য আলহাজ আমজাদ হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান সামসুদ্দীন আল মাসুদ বাবু, জেলা স্বেচ্ছাসেবলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্নার সভাপতিত্বে কর্মীসভাটি পরিচালনা করেন-উপজেলা আওয়ামীলীগ নেতা রবিউল আলম মল্লিক রবি। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ফিরোজ জোয়ার্দ্দার, ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল মাজেদ বিশ^াস, সরদার আনছার আলী, পৌরসভার তুলসীডাঙ্গা ২নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার ঘোষ, পৌরসভার তুলসীডাঙ্গা ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাহিদুজ্জামান সাঈদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতৃবৃন্দ। এসময় বক্তারা আগামী ৩০জানুয়ারী নৌকা প্রার্থীকে জয়ী করার জন্য সকলকে একতাবদ্ধ হতে বলেন। সেইসাথে বিএনপির পক্ষের প্রার্থীর স্বামীর ন্যাক্কারজনক শেখ হাসিনার গাড়িবহরে হামলার কথা উল্লেখ করে উন্নয়নের জন্য শেখ হাসিনার মনােনীত প্রার্থী মাস্টার মনিরুজ্জামানকে জয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।