শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
খুলনায় ইয়াবা ও বন্দুকের কার্তুজসহ আটক- ০২
খুলনায় ইয়াবা ও বন্দুকের কার্তুজসহ আটক- ০২

খুলনায় ইয়াবা ও বন্দুকের কার্তুজসহ আটক- ০২

লিটন কুমার রায়,ব্যুরো প্রধান খুলনাঃ
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী কাজী আনিচুর রহমান (৫২), পিতা-মৃতঃ কাজী ময়েন উদ্দিন, সাং-রায়েরমহল বাজার রোড, থানা-আড়ংঘাটা, মহানগর খুলনা, এ/পি-সাং-কৃষ্ণনগর (শাহ জালাল নগর), থানা-লবণচরা এবং মোঃ শাহ আলম (৪০), পিতা-মোঃ আব্দুল করিম, সাং-বাড়ইখালী (নদীর পাড়ে), থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট এবং সাং-০৬ নং বিকে মেইন রোড (নবম গলি), গলির ভিতরে, থানা-খুলনা সদর, এ/পি সাং-১২৫/৪ খোকন কমিশনারের গলি, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদ্বয়’কে সোনাডাঙ্গা মডেল থানাধীন ছাত্তার বিশ্বাস রোড, কালভার্ট মোড়স্থ আজাদ ষ্টোর নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কাজী আনিচুর রহমান, মোঃ শাহ আলম এর নিকট হইতে ক্রয় করিয়াছে মর্মে স্বীকার করে।
পরবর্তীতে অদ্য ১৮ ফেব্রুয়ারি ২০২১ খ্রিঃ ০২:৩৫ ঘটিকার সময় অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন ছাত্তার বিশ্বাস রোড (খোকন কমিশনারের গলি), আবুল কালাম মল্লিক এর ১২৫/৪ নং বাসার ২য় তলায় পূর্ব পাশের ফ্লাটের ২ নং আসামী মোঃ শাহ আলম(৪০) এর ভাড়া বাসার শয়নকক্ষ হইতে মোট ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৩ (তিন) টি তাজা বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। উক্ত ১ নং আসামী কাজী আনিচুর রহমান(৫২) এর বিরুদ্ধে ০২ (দুই) টি মামলা এবং ২ নং আসামী মোঃ শাহ আলম(৪০) এর বিরুদ্ধে ০১ (এক) টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় পৃথক ভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এবং অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।