শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
মুন্সীগঞ্জে জমি দখল করে খাল খননের অভিযোগ
মুন্সীগঞ্জে জমি দখল করে খাল খননের অভিযোগ

মুন্সীগঞ্জে জমি দখল করে খাল খননের অভিযোগ

নতুন সূর্য ডেস্কঃ

শ্যামনগরের মুন্সীগঞ্জ কুলতলীতে ভূমিহীনদের চিরস্থায়ী বন্দবস্ত বিলান জমি দখল করে খাল খনন করার অভিযোগ উঠেছে। একটি বেসরকারি সংস্থা জমি দখল করে খাল খনন করেছে। জমির মালিক ভূমিহীন কৃষ্ণপদ মন্ডল ও তার স্ত্রী বাদী হয়ে ২৩ ফেব্রুয়ারি সাতক্ষীরা আদালতে একটি মামলা করেন। মামলা সূত্র জানা যায়, ১৯৯০ সালে মুন্সীগঞ্জ মৌজার ১নং খতিয়ানের জেএল নং ৮১। ৯৩৮ দাগের ৬৫শতক খাষ জমি ভূমিহীন হিসেবে সরকারি নিয়ম অনুযায়ী বন্দবস্ত নেয়। দীর্ঘ ৩০ বছর ধরে ভোগ দখল করছে কৃষ্ণপদ ও তার স্ত্রী। সম্প্রতি ১৭ ফেব্রুয়ারি বেসরকারি সংস্থাটি কৃষি জমি জলবদ্ধতা নিরসনের লক্ষে বন্দোবস্ত বিলান জমিতে খাল খনন শুরু করে। খাল খনন করলে কৃষ্ণপদ বাঁধা দিলে তাকে তোয়াক্কা না করে খাল খনন চালিয়ে যায়। খনন কাজ বন্ধ রাখতে আদালতের মাধ্যমে বেসরকারি সংস্থার পরিচালকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। তারপরও আদালতের এই নিষেধ অমান্য করে জোরপূর্বক দখল করে খনন কাজ ছালিয়ে যাচ্ছে। কৃষ্ণপদ বলেন, এই জমির সকল কাগজপত্র আমার নামে। আমি একজন ভূমিহীন। দীর্ঘ দিন ধরে ধান চাষ করে ছেলে মেয়ে মানুষ করে আসছি। আমাকে না জানিয়ে সংস্থাটি আমার জমি দখল করে খাল খনন করছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা করেছি। আদালত থেকে কাজ বন্ধের নোটিশও দিয়েছে। কিন্তু কাজ বন্ধ করছে না। আমি এর সুষ্ঠু মিমাংসা চাই। শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, আমি নতুন এসেছি। বিষয়টা আমার জানা নেই। তবে বন্দোবস্ত জমির অনুমতি তো আমরা দিতে পারি না। বিষায়টা খতিয়ে দেখা হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।