শনিবার, ২০ এপ্রিল ২০২৪

কালোবাজারে নবজাতক বিক্রির দায়ে দম্পতি গ্রেফতার!
কালোবাজারে নবজাতক বিক্রির দায়ে দম্পতি গ্রেফতার!

কালোবাজারে নবজাতক বিক্রির দায়ে দম্পতি গ্রেফতার!

নতুন সূর্য ডেস্কঃ

নবজাতকদের কালোবাজারে বিক্রির সঙ্গে জড়িত থাকার সন্দেহে জার্মান পুলিশ এক দম্পতিকে গ্রেফতার করেছে। তারা বুলগেরিয়ার নাগরিক। জার্মানির সারল্যান্ড রাজ্যের নিউনকিরশ্চেন থেকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে ওই দু’জনকে। খবর সিএনএন’র।

এই দম্পতি একটি অপরাধ বিষয়ক চক্রের সঙ্গে জড়িত। এই সংগঠিত চক্রটি নবজাতকদের বিক্রি করে। এ অভিযোগে তাদেরকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেয়া হযেছে। বুলগেরিয়ার একটি মামলার সূত্র ধরে তাদেরকে গ্রেফতার করা হয়।কারণ, বুলগেরিয়া কর্তৃপক্ষ ইউরোপিয়ান এরেস্ট ওয়ারেন্ট ইস্যু করে এই দম্পতির বিরুদ্ধে। অভিযোগ আছে, বুলগেরিয়া থেকে অন্তঃসত্ত্বা কমপক্ষে ৮ জন নারীকে প্রতিবেশী গ্রিসে নিয়ে গিয়েছেন তারা। গ্রিসে ওইসব অন্তঃসত্ত্বা বাচ্চা প্রসব করার পর অভিযুক্ত দম্পতি সেই বাচ্চাকে তাদের ক্রিমিনাল গ্যাংয়ের অন্য সদস্যদের হাতে তুলে দেয় বিক্রির জন্য। এর বিনিময়ে সন্তান প্রসবকারী নারীকে অর্থ দেয়া হতো। এ নিয়ে তুখোড় অনুসন্ধান শেষে সারল্যান্ড পুলিশ কর্তৃপক্ষ এই দম্পতিকে একটি গাড়ি চালানো অবস্থায় দেখতে পায়। তাদেরকে গ্রেফতার করে সারব্রুয়েকেন ডিস্ট্রিক্ট কোর্টে তোলা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।