শনিবার, ৪ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
লকডাউনে দোকানপাট-শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত
লকডাউনে দোকানপাট-শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত

লকডাউনে দোকানপাট-শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত

নতুন সূর্য ডেস্কঃ

নতুন করে লকডাউন বা বিধি-নিষেধের সময় বাড়ানোর কারণে আজ রবিবার থেকে দোকানপাট, শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

হেলাল উদ্দিন বলেন, ‘ঈদের আগে সরকার ১৬ মে পর্যন্ত লকডাউন বা বিধি-নিষেধের সময় নির্ধারণ করেছিল। কিন্তু এখন নতুন করে আরও সময় বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে আপাতত দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। বন্ধ থাকবে। তবে, সরকারের সঙ্গে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’এদিকে, করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে চলমান লকডাউন বা বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।