শুক্রবার, ১৭ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
আইনস্টাইনের লেখা চিঠি বিক্রি ১২ লাখ ডলারে
আইনস্টাইনের লেখা চিঠি বিক্রি ১২ লাখ ডলারে

আইনস্টাইনের লেখা চিঠি বিক্রি ১২ লাখ ডলারে

নতুন সূর্য ডেস্কঃ

১২ লাখ ডলারে বিক্রি হলো নোবেলজয়ী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের লেখা চিঠি। তাতে আইনস্টাইনের বিখ্যাত সূত্র E=mc2 এরও উল্লেখ ছিল। বোস্টন ভিত্তিক নিলাম প্রতিষ্ঠান আরআর চিঠিটি বিক্রি করেছে। 

E=mc2 ফর্মুলাটি প্রথম প্রকাশিত হয় ১৯০৫ সালে, On the Electrodynamics of Moving Bodies নামক গবেষণা পত্রে। জার্মান ভাষায় চিঠিটি লেখা হয়েছিল ১৯৪৬ সালের ২৬ অক্টোবর। পোলিশ-আমেরিকান পদার্থবিদ লুদ্বিক সিলবারস্টেইনকে উদ্দেশে চিঠিটি লেখা হয়। লুদ্বিক আইনস্টাইনের কিছু তত্ত্বকে চ্যালেঞ্জ করেছিলেন। উল্লেখ্য, আপেক্ষিকতা তত্ত্বের সূত্রের মাধ্যমে আলবার্ট আইনস্টাইন সর্বপ্রথম দাবি করেন, পরমস্থান, পরমকাল এবং পরমভর বলতে কিছুই নেই। স্থান, কাল এবং ভর তিনটিকেই আপেক্ষিক ধরে তিনি তার বিখ্যাত আপেক্ষিকতা তত্ত্বটি প্রকাশ করেন । 

সূত্র : বিবিসি

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।