সোমবার, ৬ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
গাজায় ৪.৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা দেয়ার ঘোষণা জাতিসংঘের
গাজায় ৪.৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা দেয়ার ঘোষণা জাতিসংঘের

গাজায় ৪.৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা দেয়ার ঘোষণা জাতিসংঘের

নতুন সূর্য ডেস্কঃ

গাজায় মানবিক সহায়তা হিসেবে ৪.৫ মিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর এই অর্থ সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। আজ শুক্রবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক এ কথা জানান।

তিনি বলেন, দখলকৃত ফিলিস্তিন ভূখন্ডের জন্য এই সপ্তাহের শুরুর দিকে মানবিক সহায়তা হিসেবে জরুরি তহবিল সরবরাহের জন্য ১৪.৫ মিলিয়ন ডলার দেয়ার ঘোষণার পর জরুরি ত্রাণ সরবরাহ সমন্বয়ক শুক্রবার অতিরিক্ত আরো ৪.৫ মিলিয়ন ডলার সহায়তা দেয়ার কথা জানান।মে মাসের শুরুর দিকে জেরুজালেমে আল আকসা মসজিদের কাছে সহিংসতা ছড়িয়ে পড়ার পর ১০ মে থেকে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে, ইসরায়েল গাজায় বিমান হামলা চালায় এবং গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়।

এই সংঘাতে প্রায় ২৫০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত এবং ৭শ’ বেশি লোক আহত হয়। ইসরায়েলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। ২১ মে দুপুর ২ টায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এরপরও আল-আকসায় জুমা’র নামাজের পর মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরায়েল। 

সূত্র : বাসস।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।