সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
যশোরে ভারতফেরত আরও দুইজনের শরীরে করোনা
যশোরে ভারতফেরত আরও দুইজনের শরীরে করোনা

যশোরে ভারতফেরত আরও দুইজনের শরীরে করোনা

নতুন সূর্য ডেস্কঃ

যশোরে ভারত থেকে ফিরে কোয়ারেন্টাইনে থাকা আরও দুই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দুইজনের মধ্যে একজনের বয়স ২০ এবং অপরজনের বয়স ৪৭। তাদেরকে কোয়ারেন্টাইন থেকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে। 

রবিবার যশোর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রেহনেওয়াজ রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৫ মে এ দুই ব্যক্তি ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন। এরপর তাদের যশোরের ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ মাদরাসায় কোয়ারেন্টাইনে রাখা হয়। ২৯ মে গাজীর দরগাহ মাদরাসার কোয়ারেন্টাইনে থাকা ৪৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পিসিআর টেস্টে ৪৯ জনের মধ্যে ওই দুইজনের করোনা পজেটিভ এসেছে। যশোর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটিনে থাকা ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।