রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ(অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দেয়াড়া ইউনিয়ন
কলারোয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ(অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দেয়াড়া ইউনিয়ন

কলারোয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ(অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দেয়াড়া ইউনিয়ন


তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনালে কলারোয়া পৌরসভা একাদশকে ট্রাইব্রেকারে হারিয়ে দেয়াড়া ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

মাদক ছেড়ে খেলতে চল’ খেলাধুলায় বাড়ে বল’ এই শ্লোগানকে সামনে রেখে, সোমবার (৩১ মে) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ফাইনাল খেলায় (বালক) মুখোমুখি হয় কলারোয়া পৌরসভা বনাম দেয়াড়া ইউনিয়ন পরিষদ দল। খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় ট্রাইব্রেকারে দেয়াড়া ইউনিয়ন পরিষদ ৪-২ গোলে কলারোয়া পৌরসভা কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফলে কলারোয়া পৌরসভা রানার্স আপ হয়। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন পৌরসভা দলের রাকিবুজ্জামান ও ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত
হয়েছেন দেয়াড়া ইউনিয়ন পরিষদ দলের গোল কিপার জিম রহমান।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির, উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান। অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত থেকে দিনের সকল খেলা উপভোগ করেন ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মফে, মাস্টার নূরুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ মাহাদী আল মাসুদ, ডাঃ মাহফুজ ইমরান, আই,সি,টি প্রোগ্রামার মোতাহার হোসেন, প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ,প্রধান শিক্ষক আঃ রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিল্পব,ক্রীড়া ব্যক্তিত্ব জাহিদুর রহমান খান চৌধুরী, দিলীপ ঘোষ, এ্যাডঃ শেখ কামাল রেজা, আলহাজ্ব আঃ রহিম বাবু, আ’লীগ নেতা রবিউল আলম মল্লিক, আশিকুর রহমান মুন্না, প্যানেল মেয়র কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর শেখ জামিল, প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, মাহাফুজুর রহমান, সাংবাদিক তাজউদ্দিন আহমদ রিপন,আরিফুল হক চৌধুরী, মোর্তাজা হাসান, তরিকুল ইসলাম,হাবিবুর রহমান রনিসহ ক্রীড়া প্রেমী দর্শকবৃন্দ।

সোমবার একই ভেন্যুতে ফাইনালসহ অপর ২ টি ম্যাচ পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, মোশাররফ হোসেন, রাশেদুল হাসান, সাইফুল ইসলাম, রুহুল আমিন।

ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, মাস্টার শেখ
শাহাজাহান অলী শাহীন, জাহাঙ্গীর হোসেন, মাস্টার মিজানুর রহমান, রুস্তম
আলী।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।