শনিবার, ১৮ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
ফেসবুক-ইউটিউব নিবন্ধনের আওতায় আনতে চায় সরকার
ফেসবুক-ইউটিউব নিবন্ধনের আওতায় আনতে চায় সরকার

ফেসবুক-ইউটিউব নিবন্ধনের আওতায় আনতে চায় সরকার

নতুন সূর্য ডেস্কঃ

সরকার নিবন্ধনের আওতায় আনতে চায় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবকে। গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা জানান।

তিনি বলেন, কে কোথা থেকে কী করে, তা পাওয়া যায় না। একজনের দোষের কারণে পাঁচজন সমালোচিত হয় বা পাঁচজন ক্ষতিগ্রস্ত হয়। তাই রেজিস্ট্রেশন হলে অপরাধী জবাবদিহির মধ্যে আসবে। গুগল ও অ্যামাজন ইতিমধ্যে ভ্যাটের আওতায় এসেছে, রেজিস্ট্রেশন করেছে। অন্য যারা করেনি, সেগুলোও যাতে রেজিস্ট্রেশনের আওতা আসে, তা তারা চান।তবে এসব মাধ্যমে সংবাদ আদান-প্রদানে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা মিথ্যাচার করবে, তারা আইনের আওতায় আসবে। এখানে যেমন অনেকেই ভালো কাজ করছে, আবার অল্পসংখ্যক আছে, যারা এমন সব তথ্য–উপাত্ত মিথ্যাচার করে, যেটা সবার জন্য, স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।