মঙ্গলবার, ১৪ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে সক্রিয় কলারোয়া থানা পুলিশ
লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে সক্রিয় কলারোয়া থানা পুলিশ

লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে সক্রিয় কলারোয়া থানা পুলিশ

প্রভাষক আসাদুজ্জামান ফারুকী

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে সক্রিয় সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ। ধারাবাহিক তৃতীয় দফায় লকডাউন চললেও মানা হচ্ছে না নিয়ম কানুন। যেজন্য অযথা জটলার কারণে ৩টি ইজিবাইক, ১৬ টি ব্যাটারি চালিত ভ্যান , ২টি আলমসাধু , ১১টি নসিমন এবং ৪১টি মোটরসাইকেল আটক করে কলারোয়া থানা পুলিশ।
এছাড়াও খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ic) এসআই মামুনের নেতৃত্বে ৫টি ভ্যান,১টি নসিমন ও ১১টি ইজিবাইকও আটক করে।

ওসি মীর খায়রুল কবীর বলেন, পুলিশ সুপারের নির্দেশে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে একটু কঠোর হতে হচ্ছে। আমরা মাইকিং করেও মানুষকে সচেতন করতে পারছিনা।লকডাউন ভেঙে রাস্তায় অযথা জটলার কারণে এসব যানবাহন আটক করা হয়।

তিনি আরো বলেন, ‘লকডাউন ভেঙে দোকান খোলা নিয়ে অথবা রাস্তায় অযথা জটলা এ যেন পুলিশের সাথে লুকোচুরি। তাঁরা করোনাভাইরাস সংক্রমণের বিপদ বুঝতে চাইছেন না। তবে প্রশাসনের এ কঠোর লক-ডাউন বাস্তবায়নে জনগণকেও সচেতন হওয়ার অনুরোধ জানান তিনি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।