সোমবার, ১৩ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কচুয়ায় ৩য় দিনেও কঠোর অবস্থানে প্রশাসন
কচুয়ায় ৩য় দিনেও কঠোর অবস্থানে প্রশাসন

কচুয়ায় ৩য় দিনেও কঠোর অবস্থানে প্রশাসন

শেখ মারুফ হোসেন,বিশেষ প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় বাগেরহাটের কচুয়ায় চলছে কঠোর লকডাউন। সরকারি স্বাস্থ্যবিধি প্রতিপালনে উপজেলা প্রশাসনের কঠোর তৎপরতার সাথে মাঠে রয়েছে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ এবং আনসার সদস্যরা। ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ঘোষিত কঠোর লকডাউনের আজ তৃতীয় দিন অতিক্রম করলো। প্রতিদিনের ন্যায় সকাল থেকেই চলছে উপজেলায় এ কঠোর লকডাউন।
আজও সকাল থেকে সরজমিনে গিয়ে দেখা যায় কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল এবং সহকারী কমিশনার ভূমি এর নেতৃত্বে কঠোর লকডাউন প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আজ ৩ জুলাই শনিবার কচুয়া উপজেলায় সরকারি আদেশ অমান্য করায় মোবাইল কোর্ট কর্তৃক ০৬টি মামলা ও ৬০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল (২ জুলাই) শুক্রবার কচুয়া উপজেলায় স্বাস্থবিধি প্রতিপালনে ও সরকারি আদেশ অমান্য করায় মোবাইল কোর্ট কর্তৃক ০৩ টি মামলা ও ৭০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল জানান সরকারি আদেশ মান্য করা সহ অতি জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।