বৃহস্পতিবার, ২ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
‘সেবা’র পাশে নারায়ণগঞ্জের বি.এম স্কুল ও বন্দর গালর্স স্কুল এস.এস.সি ৯৩ ব্যাচ
‘সেবা’র পাশে নারায়ণগঞ্জের বি.এম স্কুল ও বন্দর গালর্স স্কুল এস.এস.সি ৯৩ ব্যাচ

‘সেবা’র পাশে নারায়ণগঞ্জের বি.এম স্কুল ও বন্দর গালর্স স্কুল এস.এস.সি ৯৩ ব্যাচ

শেখ শাহাজাহান আলী শাহিন

সাতক্ষীরার কলারোয়ায় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সেবা” কে অক্সিজেন সিলিন্ডার সেট, এন-৯৫ মাস্ক, গ্লভস্, ও অক্সিজেন টিউব প্রদান করেছেন নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার বি.এম. স্কুল ও বন্দর গালর্স স্কুলের এস.এস.সি ৯৩ ব্যাচ।

আজ (১ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে কলারোয়া উপজেলা মোড়ে অবস্থিত সেবা’র অস্থায়ী কার্যালয়ে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

এসময় ৯৩ ব্যাচের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনজুরুল হক ও সাবেক ফুটবলার মোঃ রবিউল ইসলাম।

সেবা’র পক্ষ থেকে এসকল সামগ্রী গ্রহণ করেন সেবা’র উপদেষ্টা এ্যাডঃ শেখ কামাল রেজা, আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান বিল্পব, দাফন টিমের সদস্য মোঃ ফারুক হোসেন স্বপন।

এসময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী,দাফন টিমের সদস্য জাহিদ, সাংবাদিক আনিছুর রহমান,মোঃ মনিরুল আলম টিটু, ইমন হাবীব, নাহিদ ও পুলিশ সদস্য হোসাইন মোল্যা।

এসময় সেবা’র পক্ষ থেকে দাতা ব্যাচদ্বয় কে অভিনন্দন ও ধন্যবাদ জানানোর সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য,স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সেবা” কলারোয়াতে করোনায় আক্রান্ত রোগীদের ফ্রী অক্সিজেন সেবা এবং মূত ব্যক্তিদের দাফন ও সৎকার করে চলেছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।