রবিবার, ২৬ মে ২০২৪

সভানেত্রী ছাড়া তৃণমূল কংগ্রেসের সব শীর্ষপদ বিলুপ্ত ঘোষণা
সভানেত্রী ছাড়া তৃণমূল কংগ্রেসের সব শীর্ষপদ বিলুপ্ত ঘোষণা

সভানেত্রী ছাড়া তৃণমূল কংগ্রেসের সব শীর্ষপদ বিলুপ্ত ঘোষণা

নতুন সূর্য ডেস্কঃ

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে সভানেত্রী মমতা ব্যানার্জি ছাড়া সব শীর্ষপদ আপাতত বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর পরিবর্তে গঠন করা হয়েছে ‘জাতীয় কর্মসমিতি’। এতে দায়িত্বে থাকছেন ২০ জন সদস্য, যাদের প্রধান মমতা। 

গতকাল শনিবার কলকাতার কালীঘাটে দলের প্রধান ও মূখ্যমন্ত্রী মমতা বৈঠক ডেকেছিলেন। সেই দলীয় বৈঠকের পর তৃণমূলের নেতা পার্থ চট্টোপাধ্যায় ঢালাও পদ বিলুপ্তির খবর জানান। তবে সরাসরি ‘শীর্ষপদের অবলুপ্তি’ কথাটা ব্যবহার না করে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, জাতীয় কর্মসমিতি ঘোষণা করা হলো। এর পর পদাধিকারীদের নাম নেত্রী ঘোষণা করবেন।এ ঘোষণার অর্থ, পার্থ নিজে দলের মহাসচিব থাকলেন না। তেমনই রাজ্য শাখার সভাপতি থাকলেন না সুব্রত বক্সিও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ খোয়ালেন- অন্তত আপাতত। তবে অভিষেককে অন্যদের সঙ্গে জাতীয় কর্মসমিতিতে রাখা হয়েছে। কাকে কোন পদ দেওয়া হবে, তা পরে স্থির করবেন দলনেত্রী মমতা স্বয়ং। কর্মসমিতি এবং পদাধিকারীদের নাম যথাসময়ে নির্বাচন কমিশনে জানানো হবে। 

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।