রবিবার, ১৯ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
বাংলাদেশের আম, আলু, সবজি চায় ইরাক
বাংলাদেশের আম, আলু, সবজি চায় ইরাক

বাংলাদেশের আম, আলু, সবজি চায় ইরাক

নতুন সূর্য ডেস্কঃ

বাংলাদেশ থেকে আম, আলুসহ বিভিন্ন মৌসুমি সবজি আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে ইরাক। 

বুধবার (১৬ মার্চ) সচিবালয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠক করে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল সালাম সাদ্দাম মোহিসেন।

বৈঠক শেষে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে শাকসবজি-ফলমূল আমদানিতে ইরাকের আগ্রহ রয়েছে। আমের মৌসুমে আম নিতে তারা বেশি আগ্রহী। মূলত পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের সুস্বাদু ফলের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। বাংলাদেশ থেকে আলুও তারা আমদানি করতে চাচ্ছে। 

তিনি বলেন, আলু রপ্তানিতে আমাদের কোনো সমস্যা নেই। রপ্তানি করার মতো পর্যাপ্ত আলু বাংলাদেশে এখন উৎপাদন হচ্ছে। সবজি রপ্তানি প্রক্রিয়া শুরু করতে খুব স্বল্প সময়ে দুই দেশের মধ্যে সমঝোতা সই হবে। 

মন্ত্রী বলেন, একসময়কার সেক্যুলার রাষ্ট্র ইরাক বাংলাদেশের অন্যতম বন্ধুরাষ্ট্র ছিল। মুক্তিযুদ্ধের সময় তারা ছিল বাংলাদেশের অন্যতম স্বীকৃতিদানকারী। 

মাঝে যুদ্ধবিগ্রহের কারণে ইরাকের অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও এখন আবার ভালো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এখন তেল রপ্তানি করে তারা মাসে ৮ বিলিয়ন ডলার আয় করে। সাম্প্রতিক সময়ে তাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালোর দিকে। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।