সোমবার, ৬ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ইউকে যাচ্ছেন ডাঃ কামাল
আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ইউকে যাচ্ছেন ডাঃ কামাল

আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ইউকে যাচ্ছেন ডাঃ কামাল

নতুন সূর্য ডেস্ক

ডা: এস এম মোস্তফা কামাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ফিজিওথেরাপি,সাইক কলেজ অব মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজি, মিরপুর, ঢাকা, বাংলাদেশ এর একজন অভিজ্ঞ ও দক্ষ ফিজিওথেরাপিস্ট শিক্ষক এবং আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্রশিক্ষক ।

ডা: এস এম মোস্তফা কামাল ইউকের আন্তর্জাতিক অ্যাওয়ার্ড-উইনিং প্রতিষ্ঠান মনরো মেডিকেলে অ্যাডভান্স ফিজিওথেরাপি , পিআরপি থেরাপি এবং ইনজেকশন থেরাপি প্রশিক্ষণ প্রদান করার জন্য ২৩শে মার্চ ইউকের উদ্দেশ্যে যাত্রা করেছেন ।

ইউকের বিভিন্ন স্টেট থেকে ২০ জন হেলথ প্রফেশনাল এই ট্রেনিং এ অংশগ্রহণ করবেন , যারা হাতে কলমে এডভান্স ফিজিওথেরাপি, পিআরপি থেরাপি এবং ইনজেকশন থেরাপি সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করবেন । ট্রেনিং টি পরিচালনা করবেন মনরো মেডিকেল এর ডিরেক্টর ডাঃ মনিকা মিলজারেক। এটি একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেনিং যা গবেষণালব্ধ বিষয়াদি সম্বন্ধে প্রশিক্ষণ প্রদান করবেন।

উল্লেখ্য,বাংলাদেশ থেকে এই প্রথম এই ধরনের প্রশিক্ষণ প্রদানের জন্য একজন বাংলাদেশি অভিজ্ঞ প্রশিক্ষক ইউকে তে গমন করছেন। যা বাংলাদেশের জন্য অতি গর্বের বিষয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।