সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
ভূমিকম্পে বেঁচে যাওয়াদের সঙ্গে রমজানের প্রথম দিন কাটালেন এরদোগান
ভূমিকম্পে বেঁচে যাওয়াদের সঙ্গে রমজানের প্রথম দিন কাটালেন এরদোগান

ভূমিকম্পে বেঁচে যাওয়াদের সঙ্গে রমজানের প্রথম দিন কাটালেন এরদোগান

নতুন সূর্য ডেস্কঃ

তুরস্কের কাহরামানমারাস প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে বেঁচে যাওয়াদের সঙ্গে রমজানের প্রথম দিনটি কাটিয়েছেন দেশটির তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 

বৃহস্পতিবার ভূমিকম্প-বিধ্বস্ত ওই প্রদেশে ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন তুরস্কের প্রেসিডেন্ট।কারাকাসু জেলার কনটেইনার কমপ্লেক্সে বসবাসকারী ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে এরদোগান বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলো পুনর্গঠন ও পুনরুজ্জীবিত না হওয়া পর্যন্ত বিশ্রাম বা বিরতি নেই।

তিনি বলেন, ভুলে যাবেন না-যে কোনো জিনিস ভাগ করে নেওয়ার মাধ্যমে অনেক সুখ আছে। এই বোঝাপড়ার সঙ্গে আমরা রমজানকে ভূমিকম্পকবলিত এলাকার জন্য একটি সংহতি প্রচারে পরিণত করতে চাই।

তিনি আরও বলেন, সারা দেশের পৌরসভাগুলো তাদের রমজানের কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। 

প্রেসিডেন্ট দেশটির দক্ষিণাঞ্চলে গত মাসে ব্যাপক ভূমিকম্পের কারণে সৃষ্ট ক্ষতি মেরামতের প্রতিশ্রুতি দিয়েছেন।

এরদোগান বলেন, বিশ্বে তুরস্ক ছাড়া আর কোনো দেশ নেই যে, এত অল্প সময়ের মধ্যে এত বড় অঞ্চলে এত মারাত্মক ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়ে পুনর্গঠনের পর্যায়ে আসতে পারে।

সূত্র : ডেইলি সাবাহ

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।