রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
ওমান থেকে কয়লা আসার খবর সত্য নাকি মিথ্যা? যা জানালো মন্ত্রণালয়
ওমান থেকে কয়লা আসার খবর সত্য নাকি মিথ্যা? যা জানালো মন্ত্রণালয়

ওমান থেকে কয়লা আসার খবর সত্য নাকি মিথ্যা? যা জানালো মন্ত্রণালয়

নতুন সূর্য ডেস্কঃ

ওমান থেকে কয়লাবাহী ৭৭টি জাহাজ বাংলাদেশে আসার যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা ‘শতভাগ মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে জানিয়েছে সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 

মঙ্গলবার (৬ জুন) রাত ৮টার দিকে মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের বরাত দিনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে লেখা হয়েছে, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে পড়েছে। তাহলো- বিদ্যুৎ সংকট মোকাবিলায় মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে ৮৫ লাখ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লাসহ ৭৭টি বিশাল জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ ধরনের খবরের কোনো সত্যতা নেই। এটা শতভাগ মিথ্যা বা বিভ্রান্তকর খবর। পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আসবে ইন্দোনেশিয়া থেকে। আগামী ২৪ জুন তা পৌঁছাবে বিদ্যুৎকেন্দ্রে।’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।