শুক্রবার, ১৭ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
খুবি শিক্ষক সমিতিতে ফিরোজ সভাপতি ও রকিবুল সাধারণ সম্পাদক
খুবি শিক্ষক সমিতিতে ফিরোজ সভাপতি ও রকিবুল সাধারণ সম্পাদক

খুবি শিক্ষক সমিতিতে ফিরোজ সভাপতি ও রকিবুল সাধারণ সম্পাদক

লিটন কুমার রায়,ব্যুরো প্রধান খুলনাঃ

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৪ এ সভাপতি পদে ফরেস্টি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম ফিরোজ ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. সারওয়ার জাহান পেয়েছেন ১২৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ফরেস্টি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. বিধান চন্দ্র সরকার পেয়েছেন ১৫২ ভোট।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি প্রফেসর ড. তরুণ কান্তি বোস (ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন), যুগ্ম-সম্পাদক প্রফেসর ড. আরিফুল ইসলাম (গণিত ডিসিপ্লিন), কোষাধ্যক্ষ প্রফেসর ড. ওয়াসিম সাব্বির (ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন), সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. মোঃ ইকবাল আহম্মেদ (ফার্মেসী ডিসিপ্লিন) এবং প্রকাশনা সম্পাদক সহকারী অধ্যাপক মাহমুদ-উজ-জামান (নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন)।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন- সহকারী অধ্যাপক মো: সোহেল পারভেজ (পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন), প্রফেসর ড. অনুপম কুমার বৈরাগী (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন), প্রফেসর ড. তৌফিক-ই আহমেদ শুভ (সমাজবিজ্ঞান ডিসিপ্লিন), সহযোগী অধ্যাপক আসমা উল হুসনা (ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন), সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম (ফার্মেসী ডিসিপ্লিন) এবং প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ (প্রিন্টমেকিং ডিসিপ্লিন)।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে বুধবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৪ পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালে বেলা আড়াইটায় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক, উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং বেলা ১টার দিকে রসায়ন ডিসিপ্লিনের শিক্ষক, উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ভোট প্রদান করেন। এ সময় তারা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

এবারের নির্বাচনে মোট ৪৯৭ জন ভোটারের মধ্যে ৩৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণের পর গণনা শেষে রাত পৌনে ১০টায় ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।