শনিবার, ৪ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

স্টাফ রিপোর্টারঃ 

কলারোয়ায় যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ-২৪’ উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার(৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও কৃষ্ণা রায়, পৌরসভার পক্ষে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) কৃষ্ণা রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) রিফাতুল ইসলাম, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) তাইজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত, কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাস, উপজেলা শিক্ষা অফিসার এইসএম রোকনুজ্জামান, পিআইও রাকিবুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অনিমেষ কুমার দাস, নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ, ফায়ার সার্ভিস স্টেশন লিডার আব্দুল গণি, সংগীত শিল্পী শিলা রানী হালদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি, শিক্ষক,সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।

সভা শেষে চিত্রাংকন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।