শনিবার, ৪ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার খোরদোয় ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান;জরিমানা ও সিলগালা
কলারোয়ার খোরদোয় ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান;জরিমানা ও সিলগালা

কলারোয়ার খোরদোয় ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান;জরিমানা ও সিলগালা

জি.এম জিয়া:

সাতক্ষীরা সিভিল সার্জনের নেতৃত্বে কলারোয়া উপজেলার খোরদো বাজারে দুইটি ক্লিনিক ও দুইটি ডায়াগনষ্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে জরিমানা ও বন্ধ করা হয়েছে।

৭ই মার্চ বৃহস্পতিবার দুপুরের দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি রিফাতুল ইসলাম,ডাঃ এস এম এ মুক্তাদির তামিম।

উপজেলার খোরদো বাজারের খোরদো স্যার্জিকাল ক্লিনিকের মালিককে পাঁচ হাজার টাকা, পল্লী সেবা কেন্দ্র এন্ড ক্লিনিককে পাঁচ হাজার টাকা, ইভা ডায়াগনষ্টিক সেন্টারের মালিককে তিন হাজার টাকা ও গাজী ডিজিটাল ডায়াগনষ্টিকের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সাতক্ষীরা সিভিল সার্জন জানান, এসব ক্লিনিকের ট্রেড লাইসেন্স নেই,আয়কর প্রত্যয়ন নেই, পরিবেশ ছাড়পত্র না থাকা,প্রয়োজনের তুলনায় বেড বেশি থাকা, ডাক্তার ও নার্স অনুপস্থিত এবং অপারেশন থিয়েটার অপর্যপ্ত হওয়ার কারণে মেডিকেল প্রাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী অধ্যাদেশ আইন, ১৯৮২ ধারা নং—(৮) তফসিল খ,এবং গ (১) (২) খ (১) (২) (১৭) ধারা— ৬(১) (২) (৫০) মতে ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের মালিককে জরিমানা ও সিলগালা করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।