মোস্তফা হোসেন বাবলু, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়া ৮ নং মুরারিকাটি পালপাড়া গোবিন্দ মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদ, যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের যৌথ উদ্যাগে আজ ২৭ জুন শুক্রবার দুপুর ১২টার সময় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে শুভ সৃচনা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা কলারোয়ার সাবেক এমপি হাবিবুর ইসলাম হাবিব।
এই অধিবাসনে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলনের শুভ সৃচনা করেন কলারোয়া উপজেলা সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের অতিথি ভগবত পাঠক শ্রী প্রদীপ কৃষ্ণ দাস।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা শ্রী অসিত ঘোষ, পরিষদের সভাপতি শ্রী নরেন্দ্রনাথ ঘোষ ,আহ্বায়ক রথযাত্রা উৎসব উদযাপন কমিটি ও সহ-সভাপতি কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদ শ্রী প্রকাশ চন্দ্র হালদার ও সদস্য সচিব রথযাত্র উদযাপন কমিটির সদস্য সচিব শ্রী প্রদীপ ঘোষ (ঝুনি), যুগ্ম-আবায়ক শ্রী গোপাল চন্দ্র ঘোষ, যুগ্ন সদস্য সচিব সুফল দাস , কোষাধাক্ষ মাস্টার জয়দেব রায় শ্রী প্রশান্ত বসু মাস্টার প্রদীপ পাল, সাংগঠনিক সচিব শ্রী রিতন রায় , সনাতন ধর্ম পরিষদের তরুণনেতা নিশীথ রায় চৌধুরী প্রমুখ।উপজেলার বারটি ইউনিয়ন থেকে আগত ভক্ত বৃন্দ, ধর্ম অনুরাগী, যুব পরিষদ ও ছাত্র পরিষদ সহ আগত জগন্নাথ দেবের হাজারো ভক্তবৃন্দ। এসময় প্রধান অতিথি ছিলেন তালা কলারোয়ার সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক।
এরপর বিকাল ৪টার সময় উপজেলা সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদ ও রথযাত্রা উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব, কোষাধক্ষ, সাংগঠনিক সচিব যুগ্ম সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের নেতৃত্বে সনাতন ধর্মালম্বীরা জগন্নাথ দেবের শোভাযাত্রা শুরু করে পৌর সদরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে জগন্নাথ দেবের মাসির বাড়ি পালপাড়া দূর্গা মন্দিরে গমন করে ।
আগামী ০৩ জুলাই শনিবার উল্টো রথ দুর্গা মন্দির মাসির বাড়ি হতে নিজ গোবিন্দ মন্দিরে পালবাড়ি গমন করবে বলে আয়োজক কমিটি জানান।