কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ কলেজ শিক্ষক কর্মচারী সমিতির কলারোয়া শাখার সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৮ জুন) শনিবার কলারোয়া শেখ আমানউল্লাহ ডিগ্রী কলেজের হলরুমে সমিতির আহবায়ক ও কাজীরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম শহিদুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা- কলারোয়া সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
তিনি তার বক্তব্যে বলেন, আমি সব সময় শিক্ষকদের পক্ষে , আমি একজন শিক্ষক পরিবারের সদস্য। আমার দল বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে আপনারদের সকল দাবিদাওয়া নিয়ে কথা বলব। আমি ক্ষমতা থাকাকালীন একদিনে ১৭টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শেখ আমানুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি রইচ উদ্দিন, বেগম খালেদা জিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিকী, অধ্যক্ষ ভারপ্রাপ্ত রেজাউল ইসলাম শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ ।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ বঙ্গবন্ধু মহিলা কলেজ এস এম মাহফুজুর রহমান, সোনার বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন, হাজী নাসির উদ্দিন কলেজের অধ্যক্ষ শফিউর রহমান, বেগম খালেদা জিয়া কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল করিম, চন্দনপুর কলেজর অধ্যক্ষ নাসিরুদ্দিন, হাবিবুল ইসলাম কলেজ অধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, হেলাতলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ কবির উদ্দিন বিশ্বাস ও ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কলেজেরর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন। এছাড়া আরো উপস্থিত ছিলেন সকল কলেজের শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সদস্য সচিব শাহাদাত হোসেন।