শেখ মারুফ হোসেন
বাগেরহাট জেলা শিক্ষা অফিসার এস. এম ছায়েদুর রহমান এর বদলি জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২রা জুলাই) বেলা ১১টায় বাগেরহাট জেলা শিক্ষা অফিসারের কক্ষে এ বদলি জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট সদর উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার এস. এম হিসামুল এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা শিক্ষা অফিসের সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ সাদেকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর সুধাংশু কুমার মন্ডল, রিসার্চ কর্মকর্তা শেখর চন্দ্র সাহা, মোল্লাহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, শরণখোলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ধনঞ্চয় মন্ডল, মংলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার বাগেরহাট সদর এস. এম হিসামুল হক, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার ফকিরহাট আসাদুজ্জামান, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপি) এর বিভাগীয় প্রতিনিধি ডা. নূর-ই-আলম সিদ্দিকী, কনসার্ণড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি) এর ফিল্ড অফিসার শেখ মারুফ হোসেন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এর নুসরাত জাহান, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল সহ প্রমুখ। এসময় বক্তারা তার কর্মজীবনের বিভিন্ন সাফল্য ও অবাদানের কথা তুলে ধরেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস, এম, মুর্শিদ, কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার রামপাল পুষ্পেন সরকার, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার শরণখোলা রাধেশ্যাম ঘোষ, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মংলা শ্যামাপদ মন্ডল, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার চিতলমারী প্রদীপ কুমার ভৌমিক, জেলা শিক্ষা অফিসের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর মোঃ ফয়সাল হোসেন দিপু ও প্রদীপ কুমার বাহাদুর, জেলা শিক্ষা অফিসের একাউন্টেন্ট মোঃ ফোরকান মোল্লা, অনিন্দ্য কুমার মন্ডল, বোরহান উদ্দীন, মোঃ যুবরাজ তরফদারসহ প্রমুখ।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোরেলগঞ্জ এস. এম সাইফুল আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রামপাল এস. এ. আনোয়ার-উল-কুদ্দুস এরও বদলি জনিত বিদায় অনুষ্ঠিত হয়।
বদলি জনিত বিদায় অনুষ্ঠানে বাগেরহাট জেলা শিক্ষা অফিসার এস. এম ছায়েদুর রহমান তার বক্তব্যে বলেন, “আমি সব সময় চেষ্টা করেছি নিজের দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে পালন করতে। বাগেরহাটের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে। তিনি আশাবাদ ব্যক্ত করেন আগামীতেও এ জেলায় সকলে সহযোগিতায় আরও ভালো স্থানে পৌঁছে যাবে। এসময় এক হৃতয়ছোঁয়া বিদায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।