মোস্তফা হোসেন বাবলু, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ার ছলিমপুর হাজী নাছির উদ্দিন কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
(২৩ শে জুন) সোমবার সকাল ১০টায় কলেজের হলরুমে, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউর রহমানের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রথমে অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষ ও বিদায়ী ছাত্র-ছাত্রীরা ফুলেল শুভেচ্ছা প্রদানের মধ্য দিয়ে কলেজের পরিচালনা কমিটির সভাপতি, প্রধান অতিথি সালাউদ্দিন পারভেজকে বরণ করেন। পরে প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিদায়ী ছাত্র-ছাত্রীদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, দেয়াড়া ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন টুকু, কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী, কর্মচারীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ সুরাইয়া ইয়াসমিন।