সোমবার, ২০ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়ার খর্ণিয়ায় নেট-পাটা উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান
ডুমুরিয়ার খর্ণিয়ায় নেট-পাটা উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান

ডুমুরিয়ার খর্ণিয়ায় নেট-পাটা উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান

মো: ইমরান শেখ, চুকনগর, (খুলনা):

ডুমুরিয়ার খর্ণিয়ায় খালে অবৈধ ভাবে নেট-পাটা দিয়ে মাছ ধরে পানি প্রবাহে বাঁধা সৃষ্টির অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে নেট-পাটা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডা.সঞ্জিব দাসের নেতৃত্বে শনিবার বিকেলে এ অভিযান পরিচালিত হয়।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার খর্ণিয়া খালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন’১৯৫০ অমান্য করে এক শ্রেনির মানুষ সরকারি খালে নেট-পাটা দিয়ে অবৈধ ভাবে মাছ শিকার করে আসছিলো। এতে স্বাভাবিক পানি প্রবাহে বাঁধা সৃষ্টি হয়ে জলাবদ্ধতার রুপ নেয়। বিষয়টি অভিযোগের ভিত্তিতে শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং অবৈধ নেট-পাটা জব্দপূর্বক জনসম্মুখে বিনষ্ট করা হয়।

আদালত পরিচালনায় সহযোগীতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, আবু বকর সিদ্দিক, থানা পুলিশের সদস্যসহ আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।