সোমবার, ২০ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
ট্রলি চালক ১০ বছরের শিশু! বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা!
ট্রলি চালক ১০ বছরের শিশু! বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা!

ট্রলি চালক ১০ বছরের শিশু! বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা!

মোঃ মিল্টন কবীর

বয়স মাত্র ১০ বছর। এই শিশু চালনা করছে ভারি মালামাল বোঝায় ট্রলি । যার ফলে বাড়ছে বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা ।
সোমবার (১৬ নভেম্বর) সকালে ঠিক এমনই দৃশ্য দেখা গেছে কলারোয়া- সাতক্ষীরা মহাসড়ক সহ আশেপাশের প্রত্যন্ত এলাকায় ।

স্থানীয়রা জানিয়েছে, সোমবার সকাল থেকে ১০ বছর বয়সী ঐ শিশুকে মরণযান খ্যাত ট্রলি চালাতে দেখা গেছে। একজন মধ্যবয়স্ক ও পেশাদার ব্যক্তি যেখানে ট্রলি নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছেন সেখানে এতটুকু একটা শিশু কিভাবে এটি নিয়ন্ত্রণে রাখবে ।

স্থানীয় সাঈদ হাসান জানান, আজ সকালে আমি বাজারে যাচ্ছিলাম । ঠিক তখনই বিপরীত দিকে থেকে মাছের ড্রাম বোঝাই একটি ট্রলি চালিয়ে আসছিলো ১০ বছর বয়সী এক শিশু । আমি সামান্যর জন্য বড় দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।

অনুসন্ধানে জানা গেছে, পরিবারের অস্বচ্ছলতার কারনে সাতক্ষীরা সদর উপজেলার শিবনগর গ্রামের আনছার আলীর ছেলে মোশাররফ হোসেন ( ১০) । আর্থিক অস্বচ্ছলতার কারনে দীর্ঘদিন ধরে বিপজ্জনক যানবাহন ট্রলি চালিয়ে আসছে।
স্থানীয়রা আরো জানান, এরকম শিশুদের প্রায়ই মোটরচালিত ভ্যান, ইঞ্জিনচালিত ভ্যান ইত্যাদি যানবাহন চালাতে দেখা যাচ্ছে । এতে করে যে কোনো সময় ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

এ দিকে যানবাহন নীতিমালা ও ট্রাফিক আইনের পরিপূর্ণ প্রয়োগ ও এসকল অসহায় শিশু শ্রমিকদের সহযোগিতা ও পুনর্বাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কামনা করেছেন সচেতন জনসাধারণ ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।