বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
চতুর্থ ইনিংসে ৩২৮ রান তাড়া করে ঐতিহাসিক টেস্ট জয় ভারতের
চতুর্থ ইনিংসে ৩২৮ রান তাড়া করে ঐতিহাসিক টেস্ট জয় ভারতের

চতুর্থ ইনিংসে ৩২৮ রান তাড়া করে ঐতিহাসিক টেস্ট জয় ভারতের

খেলাধুলা ডেস্কঃ

ব্রিসবেনে আজ নতুন ইতিহাস লেখা হলো। চতুর্থ ইনিংসে ৩২৮ রানের লক্ষ্য অতিক্রম করে টেস্ট জিতে নিল বিরাট কোহলিবিহীন ভারত। গিলের ৯১ রান আর ঋষভ পন্থের ৮৯ রানের চোখ ধাঁধানো ইনিংসের ওপর ভর করে ৩ উইকেটে জয় পায় ভারত।

টেস্টের শেষটা ভালোই জমে উঠেছিল। শেষ ইনিংসে ৩২৮ রান তাড়া করে জয় পাওয়া দুঃসাধ্য যে কোনো দলের জন্য। প্রতিপক্ষ যদি হয় অস্ট্রেলিয়া তা হলে তো কাজটি আরও কঠিন।

সেই অসম্ভবকেই সম্ভব করে মাঠ ছেড়েছেন পন্থরা। প্রথম টেসে হেরেও সিরিজ বগলদাবা করে ছাড়লেন তারা।

জস হ্যাজলউডের বলটা লং অফের দিকে ঠেলে দিয়েই প্রাণপণ দৌড় শুরু করেন পন্থ। ভারতের জয়ের জন্য দরকার তখন ৩ রান। দৌড়ে হলেও জয়টা নিশ্চিত করা চাই। শেষতক ওই বলটা গড়াতে গড়াতে পার হলো বাউন্ডারি।

২৩ বছর বয়সী পন্থের ব্যাটের ছোঁয়াতেই গ্যাবায় অস্ট্রেলিয়ার ৩২ বছরের দুর্গে হানা দিল ভারত। সিরিজ নির্ধারণী চতুর্থ ও শেষ টেস্টটিতে শেষ মুহূর্তে এসে ৩ উইকেটের রোমাঞ্চকর এক জয় পেয়েছে আজিঙ্কা রাহানের দল। তাতে ২-১ ব্যবধানে সিরিজও নিজেদের করে নিয়েছেন তারা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।