বুধবার, ১ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
ভুয়া চালানে হাসপাতালের ৪৮ লাখ টাকা আত্মসাৎ
ভুয়া চালানে হাসপাতালের ৪৮ লাখ টাকা আত্মসাৎ

ভুয়া চালানে হাসপাতালের ৪৮ লাখ টাকা আত্মসাৎ

নতুন সূর্য ডেস্কঃ

৩৪টি ভুয়া ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা না দিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নড়াইল জেলা সদর হাসপাতালের হিসাবরক্ষক জাহান আরা খানমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৫ এপ্রিল) দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. মাহফুজ ইকবাল বাদী মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ দফতর বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি জাহান আরা খানম ২০১৯ সালের জুলাই থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ২০ মাসে নড়াইল সদর হাসপাতালের বিভিন্ন দফতর থেকে গৃহীত ইউজার ফির মোট ৪৮ লাখ ১৭ হাজার ৯১২ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে ৩৪টি ভুয়া ট্রেজারি চালান তৈরি করে জাল-জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেন। জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অপরাধে জাহান আরা খানমের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দুদক মামলা দায়ের করে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।