শনিবার, ৪ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় বাঁধ ভেঙে বিভিন্ন অঞ্চল প্লাবিত, চিংড়ি ঘের ও ফসলের ক্ষতি
পাইকগাছায় বাঁধ ভেঙে বিভিন্ন অঞ্চল প্লাবিত, চিংড়ি ঘের ও ফসলের ক্ষতি

পাইকগাছায় বাঁধ ভেঙে বিভিন্ন অঞ্চল প্লাবিত, চিংড়ি ঘের ও ফসলের ক্ষতি

সরদার ইউনুছ আলী, পাইকগাছা প্রতিনিধিঃ

ইয়াস এর প্রভাবে পাইকগাছা উপজেলা ও পৌরসভার ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে ও অস্বাভাবিক জোয়ারের পানি বৃদ্ধির কারনে বাঁধ ভেঙ্গে উপচে পড়া পানিতে পাইকগাছা পৌরসভাসহ বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে। চিংড়ি ঘের ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি । হু হু করে জোয়ারের পানি ঢুকে পড়ছে লোকালয়ে। এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। উপজেলার আগড়ঘাটা বাজার সংলগ্ন পাল পাড়ার কাছে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ,রাড়ুলি ইউপি’র রাড়ুলী জেলে পল্লীর নিকটবর্তী বেড়িবাঁধ,গদাইপুরের বোয়ালিয়া ব্রীজ নিকটবর্তী বেড়ীবাঁধ,লতায় শিবসা নদীর বেড়িবাঁধ, দেলুটির চকরি বকরি এলাকায় শিবসা নদীর ওয়াপদার বাঁধে ভাংগন, ও সোলাদানা বাজার, বেতবুনিয়া আদর্শ গ্রাম, গড়ুইখালীর গাংরখি ভাঙ্গন এলাকা দিয়ে হু হু করে গ্রামের ভেতর পানি ঢুঁকছে।

এ ছাড়া পাইকগাছা পৌরসভা সহ ১০টি ইউনিয়নের অধিকাংশ ওয়াপদা উপচে হু হু করে পানি গ্রামের মধ্যে ঢুঁকে পড়ছে। তলিয়ে গেছে,চিংড়ী ও মৎস্য ঘের।নষ্ট হচ্ছে কাঁচা পাকা রাস্তা,বাড়ি ঘর। সবখানে আতঙ্ক বিরাজ করছে।স্ব, স্ব ইউনিয়নের চেয়ারম্যান ও অন্যান্য জনপ্রতিনিধিরা সৃজন কর্মসূচির লোক দিয়ে বাঁধ মেরামত করে কোন রকমে পানি ঠেকানোর কাজ করে যাচ্ছেন। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবল মন্টু,উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম খালিদ হোসেন সিদ্দিকী, পিআইও ইমরুল কায়েস ও ওসি মোঃ এজাজ শফী সার্বক্ষনিক প্রতিটি এলাকায় উপস্থিত হয়ে খোঁজ খবর নিচ্ছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।