বৃহস্পতিবার, ২ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় একদিনে ৮ জন করোনা পজেটিভ
কলারোয়ায় একদিনে ৮ জন করোনা পজেটিভ

কলারোয়ায় একদিনে ৮ জন করোনা পজেটিভ

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় একদিনে ১১ জন নমুনা দিয়ে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সাতক্ষীরা মেডিকেলে নমুনা দিয়ে কলারোয়ার আরো একজনের করোনা শনাক্ত হয়েছে। ফলে একদিনে ৮জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে।

শনিবার (২৯ মে) তাদের করোনাভাইরাসে শনাক্ত হওয়ার রিপোর্ট এসেছে।

বিষয়টি দৈনিক নতুন সূর্যকে নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান।

তিনি জানান, ‘কলারোয়ায় ১১জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিলো। তাদের মধ্যে এদিন ৭জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়াও কলারোয়ার কয়েকজন ব্যক্তি নিজেরাই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা দিয়েছেন। তাদের মধ্যে একজন শনাক্ত হয়েছেন বলে জানা গেছে।’

তিনি আরও জানান, আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে রয়েছে পৌরসভার তুলসীডাঙ্গা ও মুরারীকাটি এলাকায় ১ জন করে,জয়নগর ইউনিয়নে ২ জন,লাঙ্গলঝাড়া ইউনিয়নে ৩ জন এবং কেরালকাতা ইউনিয়নে ১ জন। তাদের বাড়ি লকডাউন করা হচ্ছে। পাশাপাশি আক্রান্তদের চিকিৎসাসেবার পরামর্শ দেয়া হয়েছে।’

এ পর্যন্ত কলারোয়া উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১২৬ জন।এর মধ্যে সুস্থ হয়েছেন ১০৮ জন,চিকিৎসাধীন আছেন ১৪ জন এবং মারা গেছেন ৪ জন।

সকলকে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।