শনিবার, ৪ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডিজিটাল ওয়াচ, কম্পিউটার ও যন্ত্রাংশ উৎপাদনে ভ্যাট অব্যাহতির প্রস্তাব
ডিজিটাল ওয়াচ, কম্পিউটার ও যন্ত্রাংশ উৎপাদনে ভ্যাট অব্যাহতির প্রস্তাব

ডিজিটাল ওয়াচ, কম্পিউটার ও যন্ত্রাংশ উৎপাদনে ভ্যাট অব্যাহতির প্রস্তাব

নতুন সূর্য ডেস্কঃ

২০২১-২২ অর্থবছরে স্মার্ট তথা ডিজিটাল ওয়াচ, কম্পিউটার ও যন্ত্রাংশ, ডাটা ক্যাবলসহ অন্যান্য খুচরা যন্ত্রাংশ উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।  

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্থাৎ ২০২১-২০২২ অর্থবছরের বাজেট উপস্থাপনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন। ভ্যাট অব্যাহতির প্রস্তাব যেসবে 

প্রিন্টার, টোনার কার্টিজ/ইনকজেট কার্টিজ, কম্পিউটার প্রিন্টারের যন্ত্রাংশ, কম্পিউটার, ল্যাপটপ, এআইও, ডেস্কটপ, নোটবুক, নেটপ্যাড, ট্যাব, সার্ভার, কিবোর্ড, মাউস, বারকোড/কিউআর স্ক্যানার, র‌্যাম, পিসিবিএ/মাদারবোর্ড, পাওয়ার ব্যাংক, রাউটার, নেটওয়ার্ক সুইচ, মডেম, নেটওয়ার্ক ডিভাইস হাব, স্পিকার, সাউন্ড সিস্টেম, ইয়ারফোন, হেডফোন, এসএসডি পোর্টেবল এসএসডি, হার্ড ডিস্ক ড্রাইভ, পেনড্রাইভ, মাইক্রো এসডি কার্ড, ফ্লাশ মেমরি কার্ড, সিসিটিভি, মনিটর, প্রজেক্টর, প্রিন্টার সার্কিট বোর্ড, ইরাইটিং প্যাড, ইউএসবি ক্যাবল, ডাটা ক্যাবল, ডিজিটাল ওয়াচ উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া তথ্য প্রযুক্তি নির্ভর সেবা হিসেবে ই-লার্নিং এবং ই-বুক কে ইনফরমেশন টেকনোলজি এনাবেল সার্ভিসেসের অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন মন্ত্রী।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।