বৃহস্পতিবার, ২ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কচুয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন “আমাদের কচুয়া”র উদ্যোগে খাদ্য সহয়তা প্রদান
কচুয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন “আমাদের কচুয়া”র উদ্যোগে খাদ্য সহয়তা প্রদান

কচুয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন “আমাদের কচুয়া”র উদ্যোগে খাদ্য সহয়তা প্রদান

শেখ মারুফ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

বাগেরহাটের কচুয়া উপজেলায় মুজিবশতবর্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় বিনামূল্যে দুই শতক জমি ও সেমিপাকা ঘর করে দেয়া ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রদানকৃত ঘরের বাসিন্দাদের করোনাকালীন দুর্যোগ মোকাবেলায় কর্মহীন, অসহায়, দুস্থদের মাঝে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এমপির প্রেরণায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের কচুয়ার উদ্যোগে খাদ্য সহায়তার অংশ হিসাবে ১৭৬টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দেয়। শনিবার (৩১ জুলাই) সকালে কচুয়া উপজেলা সদরের টেংরাখালী আশ্রয়ন প্রকল্পে ও পরে ধোপাখালী আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজমা সরোয়ার, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের কচুয়ার আহবায়ক মো.সাইফুল ইসলাম, সহসভাপতি হাজরা ওবায়দুর রেজা সেলিম, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ, স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের কচুয়ার সদস্য সচিব মীর জয়েসী আশরাফী জেমস সহ প্রমুখ।

‘আমাদের কচুয়া’ স্বেচ্ছাসেবী সংগঠনটি বৈশ্বিক মহামারী করোনা শুরু হওয়ার পর থেকে বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ তন্ময় এর নির্দেশনায় এ সংগঠনের প্রতিটি সদস্য উপজেলার কৃষকদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ২৭ দিন ধান কেঁটে দেয়া, হাট বাজার পরিস্কার পরিচ্ছন্ন করা, মাস্ক বিতরন ও মাস্ক ব্যবহারে উদ্ভুদ্ধ করা, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় তালগাছের চারা রোপন, মুমুর্ষ রোগীদের রক্তদানে সহযোগীতা ও রাড়ীপাড়া এলাকার এক অসহায় রোগীর চিকিৎসা প্রদান সহ সামাজিক উন্নয়নে নানা কাজ করে চলেছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির সদস্য সচিব মীর জয়েসী আশরাফী জেমস।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।