শুক্রবার, ১৭ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের পুরষ্কারর বিতরণ
কলারোয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের পুরষ্কারর বিতরণ

কলারোয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের পুরষ্কারর বিতরণ

শেখ শাহাজাহান আলী শাহিন,বিশেষ প্রতিবেদকঃ

সাতক্ষীরার কলারোয়ায় “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”( বালক অনূর্ধ্ব-১৭) ফাইনালের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ মে) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ও ক্রীড়া সংস্থার সভাপতি রুলী বিশ্বাস। তিনি বলেন, খেলাধূলায় একমাত্র শরীর গঠন ও মানসিক বিকাশ সাধনে সহায়ক ভূমিকা পালন করে। দেশ গঠনে সৎ, যোগ্য ও সু- নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলে জানান। এজন্য তিনি কিশোর বয়স থেকে সকলকে খেলাধুলায় মনোযোগী হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ( ওসি) ক্রীড়াব্যক্তিত্ব নাসির উদ্দীন মৃধা, পুলিশ পরিদর্শক ( তদন্ত) হাফিজুর রহমান, পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, বি,আর,ডি,বি অফিসার সোহেল হোসেন, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, স,ম,মোরশেদ আলী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, সাংবাদিক কে,এম আনিছুর রহমান, সরদার জিল্লু, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, দীলিপ ঘোষ, নাজমুল হাসনাইন মিলন সহ উভয় দলের খেলোয়াড়বৃন্দ।

ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন কুশোডাঙ্গা ইউপি একাদশের ইমরান এবং ম্যান অব দ্যা টূর্ণামেন্ট নির্বাচিত হযেছেন কেঁড়াগাছি ইউপি একাদশের মেহেদী হাসান।

সব শেষে শনিবার বৈরী আবহাওয়ায় ১-১ গোলো ড্র থাকায় অমিমাংসিত খেলায় যুগ্ম চ্যাম্পিয়ন কেঁড়াগাছি ইউনিয়ন ও কুশোডাঙ্গা ইউনিয়ন একাদশের খেলোয়াড় ও স্থানীয় জনপ্রতিনিধিদের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।