শুক্রবার, ৩ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার দেয়াড়া ইউনিয়ন আন্তঃওয়ার্ড মুজিববর্ষ কাপ ফুটবল টুনামেন্টে ৩নং ওয়ার্ড উলুডাঙ্গা চাম্পিয়ন
কলারোয়ার দেয়াড়া ইউনিয়ন আন্তঃওয়ার্ড মুজিববর্ষ কাপ ফুটবল টুনামেন্টে ৩নং ওয়ার্ড উলুডাঙ্গা চাম্পিয়ন

কলারোয়ার দেয়াড়া ইউনিয়ন আন্তঃওয়ার্ড মুজিববর্ষ কাপ ফুটবল টুনামেন্টে ৩নং ওয়ার্ড উলুডাঙ্গা চাম্পিয়ন


জি.এম.জিয়া,স্টাফ রিপোর্টারঃ

কলারোয়ার দেয়াড়া ইউনিয়ন আন্তঃওয়ার্ড মুজিববর্ষ কাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রাখুন,করোনাকে জয় করুন,ফুটবলকে হ্যাঁ বলুন-এই স্লোগানকে সামনে রেখে শরতের পড়ন্ত বিকেলে বিপুল দর্শক সমাগমের উপস্থিতিতে উপজেলার খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে খোরদো কপোতাক্ষ ফুটবল একাডেমির আয়োজনে দেয়াড়া ইউনিয়ন আন্তঃওয়ার্ড মুজিববর্ষ কাপ নক আউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে নাইজেরিয়া থেকে আগত খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত দেয়াড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড (উলুডাঙ্গা,ছোট ছলিমপুর ও পাটুলী) চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় উপজেলার দেয়াড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ও ৫নং ওয়ার্ড এর তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলার নির্ধারিত সময়ে দুই দলই গোল করতে না পারার কারণে খেলাটি টাইব্রেকারে গড়ায়। পরে ট্রাইব্রেকারে ইউনিয়নের ৩ নং ওয়ার্ড (উলুডাঙ্গা,ছোট ছলিমপুর ও পাটুলী) ৩-২ গোলে দেয়াড়া ইউনিয়নের ৫নংওয়ার্ড খোরদোকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের এমপি ও জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের এমপি’র সহধর্মিনী নাসরিন খান লিপি। উক্ত ফাইনাল খেলায় পুরস্কার হিসেবে বিজয়ী দলকে একটি গোল্ডকাপ ও নগদ দশ হাজার টাকা এবং পরাজিত দলকে নগদ দশ হাজার টাকা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, খোরদো পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই)মোহাম্মদ মাহমুমুর রহমান, দেয়াড়া ইউনিয়ন পরিষদ সচিব সেখ রেজাউল করিম,খোর্দ্দ হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, মেম্বর কওসার আলী গাজী, মেম্বর আকলিমা খাতুন, খোরদো পুলিশ ক্যাম্পের এএসআই রুবেল সরদার, দেয়াড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এম আইউব হোসেন,সাংবাদিক জি.এম জিয়া,ডাঃ আহসানউল্লাহ, মাষ্টার জাহাঙ্গীর আলম,মাওলানা মনিরুল ইসলাম,মিল্টন কবির,আশরাফুজ্জামান,আরিফ হোসেন প্রমূখ। রেফারি ছিলেন মেহেদী হাসান ইমন,সহকারি রেফারি ছিলেন মাসুদ পারভেজ মিলন ও মিয়া ফারুক হোসেন স্বপন। ধারাভাষ্যকার ছিলেন পলাশ ঘোষ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।