সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
আগুন নেভাতে বড় বাধা উৎসুক জনতা
আগুন নেভাতে বড় বাধা উৎসুক জনতা

আগুন নেভাতে বড় বাধা উৎসুক জনতা

নতুন সূর্য ডেস্কঃ

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নেভাতে বাধা হয়ে দাঁড়িয়েছে উৎসুক জনতা। তাদের ভিড়ে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের। 

আগুন লাগার পর থেকেই অতি উৎসাহী জনতা সেখানে ভিড় করেন। আগুনের সঙ্গে জনতার ভিড়ও বাড়তে থাকে। এতে দমকল বাহিনীর কর্মীদের গাড়ি নিয়ে আসা এবং অন্যান্য তৎপরতা চালাতে অসুবিধার সৃষ্টি হয়। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের এলাকার সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে বঙ্গবাজারের পার্শ্ববর্তী এলাকায় যানজট দেখা দেয়। বন্ধ করে দেওয়া হয় বঙ্গবাজার-গুলিস্তান, হানিফ ফ্লাইওভারের চাঁনখারপুল অভিমুখী লেন ও বঙ্গবাজার থেকে শিক্ষা ভবন অভিমুখী সড়ক। 

এর আগে আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ১২ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে রাজধানীর ফায়ার সার্ভিসের সব কয়টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। হতাহতের কোনো খবরও দিতে পারেনি ফায়ার সার্ভিস।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।