বৃহস্পতিবার, ২ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়ায় পাট চাষীদের প্রশিক্ষণ
ডুমুরিয়ায় পাট চাষীদের প্রশিক্ষণ

ডুমুরিয়ায় পাট চাষীদের প্রশিক্ষণ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপি পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও পাট দপ্তরের আয়োজনে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হোসেন আলী খন্দকার। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া। সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন পাট দপ্তরের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো: লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শাহানাজ পারভীন, পাট মন্ত্রণালয়ের উপ-সচিব গোপাল চন্দ্র দাস, কৃষি সম্প্রসারণ দপ্তর খুলনার উপ-পরিচালক মো: হাফিজুর রহমান, কৃৃৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো: রফিকুল ইসলাম। আরো উপস্হিত ছিলেন পাট দপ্তরের সহকারি পরিচালক সিরাজুুল ইসলাম, মূখ্য পাট পরিদর্শক এএম আকতার হোসেন, পাট উন্নয়ন কর্মকর্তা মো: লুৎফর রহমান ও মুজিবর রহমান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনার দায়ীত্বে ছিলেন পাট দপ্তরের সহকারি প্রকল্প পরিচালক জিয়াউর রহমান খান। সভায় জানানো হয় উপজেলার প্রায় ২ হাজার ৮ শ’ পাট চাষীকে সরকারি প্রণোদনায় সার, বীজ প্রশিক্ষণসহ অন্যান সহযোগিতা দেয়ার অংশ হিসেবে আজ ১০০ জন পাট চাষীকে প্রশিক্ষণ ও সার, বীজ দেয়ার মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।