বৃহস্পতিবার, ২ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছার ১০টি ইউনিয়নের নৌকা প্রতীকের মাঝি
পাইকগাছার ১০টি ইউনিয়নের নৌকা প্রতীকের মাঝি

পাইকগাছার ১০টি ইউনিয়নের নৌকা প্রতীকের মাঝি

সরদার ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ

খুলনা জেলার পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়নে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেই নৌকা প্রত্যাশীরা কেন্দ্রে দৌঁড়-ঝাঁপ শুরু করেছিলো।আজ সেই দৌঁড় ঝাঁপ শেষ হয়েছে।

উপজেলার ১০ টি ইউনিয়নের আওয়ামীলীগের সম্ভাব্য ৯৯জন মনোনয়ন প্রত্যাশীরা দলের কেন্দ্রীয় কার্য্যলয়ে অবস্থান করে দলীয় মনোনয়ন ফর্ম কিনে জমা দিয়েছেন বলে জানা গেছে। অনেকই এখন কাঙ্খিত প্রতীকের জন্য সর্বোচ্চ মহল পর্যন্ত যোগাযোগ করেছেন যা ইতিমধ্যে চাউর হয়েছে।

এবার পুরাতনদের পাশাপাশি নতুনদের মধ্যে ক্লিন ইমেজের অনেক হেভিওয়েট প্রার্থীরাও মনোনয়ন চেয়েছেন।

ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দরা অপেক্ষায় রয়েছেন কে হবেন তৃণমুলে এ নৌকার মাঝি।

সকল অপেক্ষার অবসান শেষ করে অবশেষে ঘোষণা করা হলো সোনার হরিণ খ্যাত নৌকা প্রতীকের মাঝির নাম।

১নং হরিঢালী ইউনিয়নে-শেখ বেনজির আহম্মেদ বাচ্চু
২নং কপিলমুনি ইউনিয়নে-মোঃ কওছার আলী জোয়ার্দ্দার
৩নং লতা ইউনিয়নে-কাজল কান্তি বিশ্বাস
৪নং দেলুটী ইউনিয়নে-রিপন কুমার মন্ডল
৫নং সোলাদানা ইউনিয়নে-আব্দুল মান্নান গাজী
৬নং লস্কর ইউনিয়নে-কে,এম আরিফুজ্জামান তুহিন
৭নং গদাইপুর ইউনিয়নে-শেখ জিয়াদুল ইসলাম জিয়া
৮নং রাড়ুলী ইউনিয়নে- বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ
৯নং চাঁদখালী ইউনিয়নে-আলহাজ্ব মুনছুর আলী গাজী এবং
১০নং গড়ইখালী ইউনিয়ন- মোঃ রুহুল আমিন বিশ্বাস

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।