মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
রামপালের ১০ নং বাঁশতলী ইউনিয়নের নৌকার মাঝি হলেন মোস্তাফিজুর রহমান সোহেল
রামপালের ১০ নং বাঁশতলী ইউনিয়নের নৌকার মাঝি হলেন মোস্তাফিজুর রহমান সোহেল

রামপালের ১০ নং বাঁশতলী ইউনিয়নের নৌকার মাঝি হলেন মোস্তাফিজুর রহমান সোহেল

মোঃ ইকরামুল হক রাজিবঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ সামনে রেখে বাঁশতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন মোস্তাফিজুর রহমান সোহেল।

জনাব মোস্তাফিজুর রহমান সোহেল কর্মী সভায় বলেন, ১৯৯০ সালে আন্দোলন করেছি, ১৯৯৬ সালে অসহযোগ আন্দোলন করেছি, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পূর্বে দুঃসময়ে রাজপথে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে রাজপথে থেকেছি, আমি ধ্বংসাত্মক রাজনীতি করিনা, আমি দলের প্রতি সম্পূর্ণ আস্থাশীল, আমি বঙ্গবন্ধুর আদর্শ লালন করি।

আমি জননেত্রী শেখ হাসিনার প্রতি সম্পূর্ণরূপে আস্থাশীল, বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিয়েছে, ১০ নং বাঁশতলী ইউনিয়ন বাসীর সেবা করার জন্য, আপনাদের পাশে থেকে আপনাদের সুবিধা, অসুবিধা দেখার জন্য, আমি চেয়ারম্যান হতে চাই না ,আমি আপনাদের কারো সন্তানের মত কারো ভাই কারো ভাইপো আমার জন্ম বাঁশতলী ইউনিয়নে, আমি আপনাদের সন্তানের মতো আপনারা যদি আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেন, তাহলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব আপনাদের সেবা করার জন্য।

তাই আজ আমি একটি কথাই বলবো বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমার এই বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ ভাবে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য, আমি আমার ইউনিয়ন বাসীর প্রতি সবিনয়ে বিনীত আহ্বান করছি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।