বৃহস্পতিবার, ২ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
করোনার বিরুদ্ধে ভারতকে একজোট হয়ে লড়ার বার্তা ইমরান খানের
করোনার বিরুদ্ধে ভারতকে একজোট হয়ে লড়ার বার্তা ইমরান খানের

করোনার বিরুদ্ধে ভারতকে একজোট হয়ে লড়ার বার্তা ইমরান খানের

নতুন সূর্য ডেস্কঃ

মহামারি করোনাভাইরাস মুছে দিচ্ছে বিভেদ, ভুলিয়ে দিচ্ছে বৈরিতা। করোনায় জর্জরিত ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে করোনার বিরুদ্ধে দুই দেশের একজোট হয়ে লড়া উচিত বলে মন্তব্য করলেন তিনি। 

ইমরান খান বলেন, ভারতের মানুষ কোভিড-১৯ এর এক ভয়ানক ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করছে। আমি তাদের সঙ্গেই আছি। প্রতিবেশী দেশের মানুষ যাতে এই অসহনীয় পরিস্থিতি থেকে দ্রুত বের হয়ে আসতে পারে, তার জন্য আমরা প্রার্থনা করছি। বিশ্বব্যাপী এই চ্যালেঞ্জের বিরুদ্ধে আমাদের অবশ্যই এক হয়ে লড়া দরকার।’ প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে ভারতকে অক্সিজেন সরবরাহ করার আবেদন জানিয়েছে পাকিস্তানের সাধারণ মানুষ। এমন একটা খবর গতকাল শনিবার (২৪ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল। ঠিক তারপরই সহানুভূতি সম্বলিত এমন টুইট করলেন ইমরান খান। 

তবে তিনি একা নন,পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও ভারতের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লিখলেন, করোনার এই নতুন সংক্রমণের দিনে ভারতের মানুষের প্রতি সমর্থন জানাই। পাকিস্তানি জনগণের তরফ থেকে ভারতের ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি রইল। 

সূত্র: ন্ডিয়া টুডে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।