বৃহস্পতিবার, ২ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
মামুনুল হকের বিরুদ্ধে আরও দুই মামলা
মামুনুল হকের বিরুদ্ধে আরও দুই মামলা

মামুনুল হকের বিরুদ্ধে আরও দুই মামলা

নতুন সূর্য ডেস্কঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হেফাজত ইসলামের আন্দোলনে জাতীয় মসজিদের সামনে মোটরসাইকেল পোড়ানোর দায়ে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) বিকেলে মামলা দুটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া।

তিনি বলেন, আবাব আহমেদ রজবী ও মো. রুমাম শেখ নামে দুই ব্যক্তি বাদী হয়ে মামলা দুটি করেন। তারা মামলায় অভিযোগ করেন, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বায়তুল মোকাররমের সামনে আন্দোলনের নামে হেফাজতে ইসলামের লোকজন তাদের দুই জনের মোটরসাইকেল পুড়িয়ে দেয়। আন্দোলনের নির্দেশদাতা হিসেবে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে তারা এই মামলা দুটি দায়ের করেন।

সেন্টু মিয়া বলেন, এই দুই মামলায় হেফাজতের আরও তিন নেতাকে আসামি করা হয়েছে। তারা হলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকিম, মাওলানা জুনায়েদ আল হাবিব‌ ও নাসির উদ্দিন মনির। তাদের বিরুদ্ধেও মামলায় অভিযোগ আনা হয় ওইদিনের আন্দোলনে ঘটে যাওয়া জ্বালা-পোড়াওয়ের ঘটনার হুকুমদাতা ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।