বৃহস্পতিবার, ২ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত
শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত

শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত

নতুন সূর্য ডেস্কঃ

রোজাদারদের কথা বিবেচনা করে বিকেল পাঁচটা থেকে সময় বাড়িয়ে রাত নয়টা পর্যন্ত শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট খোলা থাকবে বলে জানিয়েছেন  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

রোববার (২৫ এপ্রিল) এক ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করেন তিনি। 

এর আগে চলমান বিধিনিষেধের কারণে ঈদকেন্দ্রিক ব্যবসা নিয়ে দুশ্চিন্তার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে রোববার থেকে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সে হিসেবে আজ দোকানপাট ও শপিংমল খোলা হয়। তবে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার কথা জানিয়েছে ডিএমপি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগের সিদ্ধান্ত ছিল দোকানপাট ও শপিংমল সকাল ১০টায় খুলে বিকাল পাঁচটার মধ্যে বন্ধ করে দিতে হবে। রোববারের ঘোষণায় সে সময়সীমা বাড়ল।

ঈদকেন্দ্রিক দোকানপাট, মার্কেট ও শপিংমল খোলার রাখার সময়সীমা বৃদ্ধি করায় ডিএমপির প্রতি কৃতজ্ঞতা জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

এর আগে হেলাল উদ্দিন বলেছিলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি। আমরা মনে করি ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিভাবক হচ্ছেন প্রধানমন্ত্রী। সেই জন্য আমরা কখনও তার কাছে আবেদন করে খালি হাতে ফেরৎ আসিনি। দোকান ও শপিংমল খুলে দেওয়া হলে ব্যবসায়ীরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করবেন বলে মনে করছেন হেলাল উদ্দিন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।