বুধবার, ৮ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
করোনা আতঙ্কে আইপিএল ছাড়ছেন ক্রিকেটাররা
করোনা আতঙ্কে আইপিএল ছাড়ছেন ক্রিকেটাররা

করোনা আতঙ্কে আইপিএল ছাড়ছেন ক্রিকেটাররা

নতুন সূর্য ডেস্কঃ

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। এমন পরিস্থিতিতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়েও প্রশ্ন উঠছে। করোনা আতঙ্কে এরইমধ্যে আইপিএল ছেড়ে দেশে ফিরছেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন। ভারতের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও টুর্নামেন্ট ছেড়ে দিয়েছেন। এর আগে বিদায় বলে দিয়েছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। শোনা যাচ্ছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসিও টুর্নামেন্ট গুডবাই বলেছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি তিনি।

এদিকে, দুই প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট ও শোয়েব আক্তার আইপিএল বন্ধের দাবি তুলেছেন। আবার রাজস্থান রয়্যালসের দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস মনে করেন এই কঠিন সময়ে আইপিএল-ই এক মাত্র মুক্তির পথ। সব কিছুকে ছাপিয়ে আইপিএলের ভবিষ্যৎ কোন দিকে তা এখনও নিশ্চিত নয়।বিসিসিআই ও আইপিএল দলগুলোরগুলোর পক্ষ থেকে বারবার ক্রিকেটারদের আশ্বস্ত করা হলেও আতঙ্ক কাটছে না তাঁদের। গতকাল কলকাতা নাইট রাইডার্স আহমেদাবাদে পৌঁছেছে। সাকিবদের প্রত্যেকের পরণে ছিল পিপিই, ফেসশিল্ড, গ্লাভস এবং মাথার টুপি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।