বৃহস্পতিবার, ২ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
মমতাকে অভিনন্দন জানিয়েছেন মোদি
মমতাকে অভিনন্দন জানিয়েছেন মোদি

মমতাকে অভিনন্দন জানিয়েছেন মোদি

নতুন সূর্য ডেস্কঃ

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ী হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার (২ মে) সন্ধ্যায় এক টুইট বার্তায় মোদি এ অভিনন্দন জানান। 

টুইটে মোদি বলেন, “মমতা দিদিকে পশ্চিমবঙ্গে তার দল তৃণমূল কংগ্রেসের জয়ের জন্য অভিনন্দন। কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে জনগণের প্রত্যাশা ও কোভিড-১৯ মহামারি থেকে বের হয়ে আসতে সব ধরনের সম্ভাব্য সহযোগিতা দিয়ে যাবে।”

মোদি পৃথক টুইটে পশ্চিমবঙ্গে নিজের দলের নেতা কর্মীদেরও ধন্যবাদ দেন। তিনি বলেন, আগে এই রাজ্যে বিজেপির উপস্থিতি নগণ্য ছিল। এবার তা গুরুত্বপূর্ণভাবে বেড়েছে।

এদিকে, বিধান সভায় জয়লাভের পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন। 

টুইটে ‘বাংলায় মানুষের রায়কে সম্মান’ জানান এবং রাজ্যে বিজেপিকে শক্তিশালী করার জন্য রাজ্যবাসীকেও ধন্যবাদ জানান। 

নরেন্দ্র মোদি ও অমিত শাহ ছাড়াও মমতা ও তৃণমূলকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রমুখ। 

প্রসঙ্গত, নির্বাচনে মমতার দল তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল মোদির দল বিজেপি। নির্বাচনে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তৃণমূল পেয়েছে ২১৩টি আসন, পক্ষান্তরে বিজেপি পেয়েছে ৭৭টি আসন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।