শনিবার, ৪ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
ইহুদিবিরোধী পোস্ট করায় গুগলের বিভাগীয় প্রধান বরখাস্ত
ইহুদিবিরোধী পোস্ট করায় গুগলের বিভাগীয় প্রধান বরখাস্ত

ইহুদিবিরোধী পোস্ট করায় গুগলের বিভাগীয় প্রধান বরখাস্ত

নতুন সূর্য ডেস্কঃ

ইহুদিবিরোধী পোস্ট শেয়ার করায় গুগলের ‘বৈচিত্র্য বিভাগের’ প্রধান কামাউ ববকে বরখাস্ত করা হয়েছে। কামাউ বব ওই পোস্টে লিখেছেন, ইহুদিদের ‘যুদ্ধ এবং হত্যার’ ক্ষুদা রয়েছে। 

২০০৭ সালে ব্লগে শেয়ার করা এই মন্তব্যটি ইসরায়েল-ফিলিস্তিন সহিংসতাকে কেন্দ্র করে বিগত সপ্তাহে আবারও সামনে এসেছে। যা ইতোমধ্যে ডিলিট করে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় তাকে বরখাস্ত করা হয়েছে। আগামী দিনগুলোতে কামাউ বব আমাদের বৈচিত্র্য বিভাগের সঙ্গে আর থাকছেন না বলে জানিয়েছেন তিনি।

গুগলের মুখপাত্র আরও বলেন, আমাদের বৈচিত্র্য বিভাগের এক সদস্যের লেখা এমন পোস্টের তীব্র নিন্দা জানাই। যা ইহুদি সম্প্রদায়ের মানুষদের মনে ব্যাথার সৃষ্টি করেছে।

গুগলের এই কর্মকর্তা আরও বলেন, লেখাটি সন্দেহাতীতভাবে বেদনাদায়ক। ইতোমধ্যে নিজ অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছেন লেখক। সে আমাদের বৈচিত্র্য বিভাগের সঙ্গে আর থাকছেন না।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।